ময়মনসিংহ দুর্নীতি দমন কমিশনের আয়োজনে ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ময়মনসিংহ দুদক কার্যালয়ের হলরুমে ময়মনসিংহ ও নেত্রকোনা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাথে এই সভা অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম ভুইয়ার সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন।
বিশেষ অতিথি ছিলেন, ময়মনসিংহ দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক মীর গোলাম মোস্তফা, নেত্রকোনা কমিটির সভাপতি মো. আলী আমজাদ খান আন্টু, ময়মনসিংহ সচেতন নাগরিক কমিটি (সনাক), টি আইবির সভাপতি মো. শরীফুজ্জামান পরাগ।
সভায় মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, নেত্রকোনা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি এন আকন্দ আলীয়া মাদ্রাসার প্রিন্সিপাল মো. আব্দুল বাতেন, নেত্রকোনা জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু আব্বাস ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক নাজমুল কবীর সরকার, সদস্য মাহমুদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদ ইবনে মিজান, সদস্য সাংবাদিক আলপনা বেগম, ময়মনসিংহ জেলা কমিটির সদস্য নুসরাত জাহান হোসেন, আবু মো. সায়েম ও মো. তৌফিকুন্নুর সাদী।
এসময় উপস্থিত ছিলেন দুদকের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. নুরুল ইসলাম, উপ সহকারী পরিচালক মো. ইব্রাহিম খলিল, ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বুলু মিয়া, রাজু মো. সারওয়ার হোসেন, উপ সহকারী পরিচালক মো. শাহাদত হোসেন, মো. রেজওয়ান আহমেদ ও কোর্ট পরিদর্শক বিপ্লব ঘোষ।
এসময় বক্তারা বলেন, দুর্নীতি ছড়িয়ে গেছে সমাজের আনাচে কানাচে।
যা এক মহামারী আকার ধারণ করেছে। এর থেকে আগামী প্রজন্মকে রক্ষা করতে হবে। আর রক্ষা করতে হলে প্রতিরোধ করতে হবে। সে জন্য নতুন প্রজন্মকে সচেতন ও সৎ করে গড়ে তুলতে হবে।
এছাড়া শিক্ষাসহ বিভিন্ন সেক্টরে দুর্নীতিবাজদের তদন্ত করে আইনের আওতায় আনার দাবী জানান।