Friday, April 19, 2024
মূলপাতাঅন্যান্যকরোনার টিকা নিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ডিএমপির ডিসি

করোনার টিকা নিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ডিএমপির ডিসি

আজ থেকে সারাদেশে শুরু হয়েছে গণহারে করোনার টিকা প্রদান কার্যক্রম।

সকালে দেশের জেলা সদর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এ কার্যক্রম উদ্বোধন করা হয় ।

এরই অংশ হিসেবে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে করোনাকালীন সম্মুখ সারির যোদ্ধা হিসেবে প্রতিরোধকারী ভ্যাকসিন নেন পুলিশ সদস্যরা ।

এদিকে প্রতিষেধক নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি ডিবি মোঃ আব্দুল আহাদ ।

এ সময় তিনি জানান, বাংলাদেশ পুলিশের সম্মুখ সারির একজন যোদ্ধা হিসেবে করোনা প্রতিরোধকারী ভ্যাকসিন নিয়ে আমি গর্বিত।

আজ সারাদিন উৎসবমুখর পরিবেশে চলছে ভ্যাকসিন প্রদান কার্যক্রম। এতো দ্রুত ভ্যাকসিনের ব্যবস্থা করে দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

ভয়াবহ এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের মূল অস্ত্র হচ্ছে এই ভ্যাকসিন। কোন প্রকার ভয় অথবা উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে কেউ বিভ্রান্ত না হয়ে চিকিৎসকদের পরামর্শ মেনে নিজে ও নিজের প্রিয়জনকে ভ্যাকসিন প্রয়োগে উৎসাহিত করুন ।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments