Thursday, April 25, 2024
মূলপাতানেত্রকোনার সংবাদকলমাকান্দা উপজেলাকলমাকান্দার গণেশ্বরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

কলমাকান্দার গণেশ্বরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

নেত্রকোনার পাহাড়ি গণেশ্বরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালূ উত্তোলনে ব্যবহৃত একটি বাংলা ডেজার জব্দ করে নদীর পাড়েই পুড়িয়ে দেওয়া হয়েছে।

রোববার বিকেল ৫ টায় জেলার কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়নের সীমান্ত এলাকায় পাহাড়ি নদী গনেশ্বরী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় তিন ব্যক্তিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন, লেংঙরা ইউনিয়নের উত্তরপাড়ার মোক্তার হোসেন (৩৪), একই এলাকার নাজমুল ও আজিজুল। কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হাসেম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদেরকে অর্থদণ্ড করে এ জরিমানা করেন।

ইউএনও আবুল হাসেম এ তথ্য নিশ্চিত করে জানান, এলাকার কিছু অসাধু লোক প্রশাসনের নাম ভাঙ্গিয়ে বালু উত্তোলন করছিল। এমন সংবাদের ভিত্তিতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে ওই তিনজনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় অবৈধ বাংলা ডেজারটি পুড়ানো হয়। সেই সাথে ভবিষ্যতে এমন কাজ করবেন না মর্মে তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments