Wednesday, April 24, 2024
মূলপাতাকৃষি সংবাদকৃষকদের বিশেষ প্রনোদনার আশ্বাস সমাজ কল্যান প্রতিমন্ত্রীর

কৃষকদের বিশেষ প্রনোদনার আশ্বাস সমাজ কল্যান প্রতিমন্ত্রীর

সোহান আহমেদ কাকন, নেত্রকোনা: নেত্রকোনার হাওরাঞ্চলসহ বিভিন্ন উপজেলায় হঠাৎ গরম হাওয়ায় পুরে গেছে নতুন গজানো ধানের শীষ। ভেঙ্গে গেছে হাজারো কৃষকের স্বপ্ন। দিশেহারা হয়ে পরেছেন দরিদ্র কৃষকেরা। এমনাবস্থায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য সমাজকল্যান প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি। অসহায় কৃষকদের ঘুরে দাড়াতে কৃষি ঋণসহ সরকারী প্রনোদনার আশ্বাস প্রতিমন্ত্রীর।

যদিও প্রাকৃতিক এই দূর্যোগের কারণ হিসেবে হাওরের পরিবেশ বিপন্ন করে গাছপালা কেটে ফেলায় স্থানীয় মানুষকেই দায়ী করেছেন তিনি। সেইসাথে অগামীদিনে এ ধরনের প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় কি ধরনের ব্যবস্থা নেয়া যায় তা নিয়ে কৃষি মন্ত্রনালয়ের সাথে কথা বলে সিদ্ধান্ত নেয়ার কথাও জানান প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু।

মঙ্গলবার বিকেলে হাওরাঞ্চল পরিদর্শন করে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো জানান, বর্তমান সরকার কৃষির উন্নয়নে নানা যুগান্তকারী উদ্যোগ গ্রহনের ফলে দেশের কৃষিতে বিপ্লব ঘটেছে। এবার সব উপজেলাতেই বোরো ধানের ভালো ফলন হয়েছিলো। কিন্ত হঠাৎ গরম বাতাসে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন কৃষকরা। এমন দূর্যোগ কখনো দেখেননি কেউ। গভেষকরা আসছেন পরিক্ষা রিনরিক্ষা চলছে। সামনের দিনে কৃষকদের ঘুরে দাড়াতে কৃষি ঋণসহ সরকারী প্রনোদনার আশ্বাসও দিয়েছেন তিনি।

এসময় প্রতিমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে ছিলেন, জেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, মদন-খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা, আরিফুল ইসলাম ও বুলবুল আহমেদ জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

জানা গেছে, নেত্রকোনার হাওরাঞ্চল মদন-মোহনগঞ্জ ও খালিয়াজুরীসহ প্রায় বেশকটি উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া হঠাৎ দমকা গরম হাওয়ায় নষ্ট হয়ে গেছে বোরো ধানের নতুন গজানো শীষ। এতে অনেকটাই দিশেহারা হয়ে পরেছেন প্রায় ৪০ হাজারেরও বেশী কৃষক।

চলতি সপ্তাহেই হাওরের একমাত্র ফসল বোরো ধান কাটাই উৎসব শুরু হওয়ার কথা থাকলেও রবিবার সন্ধ্যায় হঠাৎ নেত্রকোনার কেন্দুয়া, আটপাড়া, বারহাট্টাসহ হাওরাঞ্চলের উপর দিয়ে বয়ে যায় পচন্ড গরম হাওয়া। এ সময় প্রায় ঘণ্টাব্যাপী দমকা বাতাসে উঠতি ফসলের নতুন গজানো ধানের শীষ শুকিয়ে যাওয়ায় চরম ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা।

স্থানীয়রা বলছেন এমন প্রাকৃতিক দূর্যোগ কখনো দেখেনি কেউই। এমন অবস্থায় চরম দুশ্চিন্তায় দিন কাটছে চাষীদের। তবে দূর্যোগে কৃষকদের পাশে সার্বক্ষনি থাকবে স্থানীয় আওয়ামীলীগ জানিয়েছেন জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক এডভোকেট দিপক ধর গুপ্ত।

এ বছর নেত্রকোনায় ১ লাখ ৮৫ হাজার ২৫০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এরমধ্যে জেলার হাওরাঞ্চলেই আবাদ হয়েছে ৪০ হাজার ৯৬০ হেক্টর জমি। প্রাকৃতিক এই দূযোর্গের ক্ষতি পুষিয়ে নিতে কৃষকদের সহায়তায় পাশে থাকবে সরকার। এমনটা প্রত্যাশা কৃষকদের।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments