Friday, March 29, 2024
মূলপাতানেত্রকোনার সংবাদকেন্দুয়া উপজেলাকেন্দুয়ায় কমিউনিটিং পুলিশিং ডে উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

কেন্দুয়ায় কমিউনিটিং পুলিশিং ডে উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

হুমায়ুন কবির, কেন্দুয়া:
“মুজিববর্ষে পুলিশের নীতি জনসেবা আর সম্প্রতি”এই স্লোগানকে সামনে রেখে কেন্দুয়া থানা পুলিশের উদ্যোগে কমিউনিটিং পুলিশিং ডে উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৩০অক্টোবর কেন্দুয়া পৌর শহরে র‌্যালী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় কেন্দুয়া থানার অফিসার ওসি কাজী শাহ নেওয়াজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নূরুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দুয়া সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদ, সহকারি কমিশনার (ভূমি) মো. রাজীব হোসেন ও কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা।

এছাড়াও কেন্দুয়া থানা পুলিশে এস.আই আব্দুল আওয়ালের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, কমিউনিটিং পুলিশিং ডে এর উপজেলা কমিটির সভাপতি কামরুল হাসান ভূঞা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তাজুল ইসলাম,

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর ভূঞা, মুস্তাফিজ উর রহমান বিপুল, আনোয়ারুল হক তালুকদার কনক, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা রুজি, ইউপি চেয়ারম্যান মো.ইসলাম উদ্দিন, কামরুজ্জামান খান সোহাগ, সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক রাখাল বিশ্বাস, আওয়ামীলীগ নেতা আব্দুল্লাহ আল ফারুক সানা ও পৌর কাউন্সিলর মাখবুল রাকিব সুমন প্রমুখ।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments