Thursday, December 5, 2024
মূলপাতাঅন্যান্যকেন্দুয়ায় ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে বিরোধ 

কেন্দুয়ায় ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে বিরোধ 

কেন্দুয়া থেকে মো: হুমায়ুন কবির

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ৮নং বলাইশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মৃত্যু বরণ করেন। এরপর নিয়মানুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান প্যানেল চেয়ারম্যান-১ আরিফ হোসেন (ভুট্রু)। তাকে দায়িত্ব পালনে বাধা দিচ্ছেন প্যানেল চেয়ারম্যান-২ ইউপি সদস্য সারোয়ার জাহান খান (হুমায়ুন)। এর প্রতিকার চেয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফ হোসেন গত ৩ নভেম্বর জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কেন্দুয়া উপজেলা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ নিয়ে ইউনিয়ন পরিষদের কার্যক্রম অচল অবস্থা দেখা দিয়েছে।  অভিযোগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফ হোসেন (ভুট্টু) উল্লেখ করেন, ৮নং বলাইশিমুল ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ফজলু রহমান এবং অন্যান্য ইউপি সদস্যরা দায়িত্ব গ্রহন করার পর ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি ইউনিয়ন পরিষদের প্রথম সভায় নিয়মানুযায়ী সকল সদস্যদের উপস্থিতিতে তিনজন প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

এতে প্যানেল চেয়ারম্যান-১ নির্বাচিত হন তিনি। প্যানেল চেয়ারম্যান-২ নির্বাচিত করা হয় ৫নং ওর্য়াড ইউপি সদস্য সারোয়ার জাহান খান ( হুমায়ুন) ও প্যানেল চেয়ারম্যান-৩ করা হয় সংরক্ষিত নারী ইউপি সদস্য নীলুফা আক্তার সুনাই।

গত ৮ অক্টোবর ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান মৃত্যু বরণ করেন। চেয়ারম্যানের মৃত্যুর পর ৯ অক্টোবর তা শূণ্য ঘোষণা করা হয়। জনসেবা ঠিক রাখতে প্যানেল চেয়ারম্যান-১ আরিফ হোসেন (ভুট্টু) কে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্বাক্ষরিত এক চিঠির প্রদান করেন।

কিন্তু দায়িত্ব দেওয়ার পর প্যানেল চেয়ারম্যান-২ সারোয়ার জাহান (হুমায়ুন) ৫নং ওর্য়াড ইউপি সদস্য এঁর বাঁধা এবং নানা ভাবে প্রাণ নাশের হুমকি কারণে ইউনিয়ন পরিষদের যেতে পরছেন না বলে অভিযোগে উল্লেখ করেছেন তিনি।

বিষয়টি জানতে প্যানেল চেয়ারম্যান-৩ সংরক্ষিত নারী ইউপি সদস্য নীলুফা আক্তার সুনাই ও ৬ নং ওর্য়াড ইউপি সদস্য মো. রতন মিয়ার সাথে যোগাযোগ করা হলে তারা জানান, চেয়ারম্যান মৃত্যুর পর তারা আবার পরিষদে মিটিং করেন।

আরিফ হোসেন (ভুট্টু) পরিবর্তে সারোয়ার জাহান খান (হুমায়ুন) কে পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করে রেজুলেশন করেছেন।

অভিযোগের বিষয়ে জানতে রোববার ( ১০ নভেম্বর) রাতে ৫নং ওর্য়াড ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান-২ সারোয়ার জাহান খান (হুমায়ুন) এঁর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, চেয়ারম্যান জীবিত থাকা অবস্থায় পরিষদের সভায় প্যানেল চেয়ারম্যান-১ আরিফ হোসেন (ভুট্টু) কে।

প্যানেল চেয়ারম্যান-২ আমাকে নির্বাচিত করা হয়েছিল। কিন্তু চেয়ারম্যানের মৃত্যুর পর আবার পরিষদের সভায় ১১জন ইউপি সদস্যর সর্বসম্মতিক্রমে তাঁকে বাদ দিয়ে আমাকে নির্বাচিত করে রেজুলেশন করা হয়। যা উপজেলা নির্বাহী অফিসার বরাবর দেওয়া হয়েছে।

আরিফ হোসেন (ভোট্টো) কে ইউনিয়ন পরিষদে আসতে বাঁধা এবং নানা ভাবে প্রাণ নাশের হুমকির বিষয়টি মিথ্যা।

এ ব্যাপারে সোমবার সকালে কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমদাদুল হক তালুকদার জানান, চেয়ারম্যানের মৃত্যুর পর নিয়ম অনুযায়ী প্যানেল চেয়ারম্যান-১ আরিফ হোসেন কে বলাইশিমুল ইউপির ভারপ্রাপ্ত  চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের অনুমতি দেওয়া হয়। এতে যদি তিনি দায়িত্ব পালনে ব্যর্থ হয় বা পরিষদে যেতে না পারেন তাহলে প্যানেল চেয়ারম্যান-২ কে দায়িত্ব দেওয়া হবে। তিনিও যদি কোন কারণে দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাহলে তৃতীয় জন। সবাই ব্যর্থ হলে প্রশাসন দায়িত্ব নিবে। কিন্তু কোন ক্রমেই জনগণকে সেবা থেকে বঞ্চিত করা যাবেনা।

 

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments