Friday, April 19, 2024
মূলপাতানেত্রকোনার সংবাদনেত্রকোনা সদর উপজেলাজাতীয় শোক দিবসে নেত্রকোনা ও পূর্বধলায় নানা আয়োজন

জাতীয় শোক দিবসে নেত্রকোনা ও পূর্বধলায় নানা আয়োজন

সোহান আহমেদ:
যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যদিয়ে নেত্রকোনায় স্বাধীনতার মহান স্থপতি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার বিভিন্ন উপজেলায় দিনব্যাপী নানা কর্মসূচী পালিত হয়।

সকাল ৯ টায় নেত্রকোনা জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা দিবেদন করেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি, সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, জেলা প্রশাসক কাজি অঞ্জনা খান মজলিশ, জেলা পুলিশ সুপার মোঃ আকবর আলী মুনসী, পৌর মেয়র নজরুল ইসলাম খান সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

এদিকে পূর্বধলায় উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, যুবলীগ ও মুক্তিযোদ্ধাদের উদ্যোগে পৃথক পৃথক স্থানে শোক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুপুরে উপজেলার হেলিপ্যাড মাঠে বিশাল শোক সভার আয়োজন করে উপজেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী তরুণ শিল্পপতি মাজহারুল ইসলাম সোহেল। শোক দিবসের প্রথম প্রহর থেকেই উপজেলা চত্বরে সকল সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন।

বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড শোক মিছিল সহ হেলিপ্যাড মাঠে উপস্থিত হন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্থরের নেতাকর্মীরা। এ সময় শোক দিবসের দিনব্যাপী আলোচনায় অতিথি হিসেবে অংশ নেন জেলা যুবলীগের আহবায়ক মাসুদ খান জনি, যুগ্ম আহ্বায়ক জামিউল হাসান খান জামি।

এছাড়াও উপজেলার বিভিন্ন স্থান বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের সমর্থকদের উদ্যোগে শোক র‌্যালি ও সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলালের নেতৃত্বেও শোক দিবসের নানা কর্মসূচী পালিত হয়। মূলত পূর্বধলায় আওয়ামী রাজনীতিতে বেশকটি গ্রুপের সৃষ্টি হয়েছে। যা বর্তমানে প্রকাশ্য।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments