Thursday, April 25, 2024
মূলপাতানেত্রকোনার সংবাদনেত্রকোনা সদর উপজেলানিজ জেলায় লেখকের ৭৪ তম জন্মদিন পালিত

নিজ জেলায় লেখকের ৭৪ তম জন্মদিন পালিত

কথার যাদুকর হুমায়ূন আহমেদের ৭৪ তম জন্মদিন পালন করেছে নেত্রকোনার হিমু পাঠক আড্ডা। রবিবার সকাল ১১ টায় সংগঠনের কার্যালয় সাতপাই থেকে শোভাযাত্রার শুভ উদ্বোধন করেছেন স্বাধীনতা পদকপ্রাপ্ত বিশিষ্ট প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার। হিমু রূপা সেজে নানা বয়সের মানুষ শোভাযাত্রায় অংশ নেন।

লেখকের নাটক সিনেমায় ব্যবহৃত গানের তালে তালে নেচে গেয়ে শোভাযাত্রাটি পুরো শহর প্রদক্ষিণ করে। পরে নীল শাড়িতে রূপা সেজে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ শোভাযাত্রার হিমু রূপাদের বরণ করে নেন শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে। সেখানে সংগঠনের সবাইকে নিয়ে আনন্দঘন পরিবেশে কেক কাটার মধ্য দিয়ে দিনব্যাপী হিমু উৎসবের শুভ সূচনা করেন।

শোভাযাত্রায় পুলিশ, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবী সহ সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন শ্রেণি পেশার বিভিন্ন বয়সের মানুষ অংশ নেয়। সন্ধ্যায় শহরের মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে হিমু উৎসবে সমাজসেবক অগ্রগামী নারী বেগম রোকেয়াকে এবার সন্মাননা প্রদান করা হচ্ছে।

এ উপলক্ষে সংগঠনের সভাপতি আলপনা বেগমের সঞ্চালনায় সম্মাননা অনুষ্ঠানে পৌর মেয়র নজরুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ। মুখ্য আলোচক হিসেবে থাকবেন নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর আফজাল রহমান। পরে লেখকের নাটক সিনেমায় ব্যবহৃত বাউল রশিদ উদ্দিন, উকিল মুন্সী, শাহ আব্দুল করিমের গান ও নৃত্য নিয়ে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে।

এদিকে লেখকের জন্মস্থান মোহনগঞ্জে নানার বাড়ি শেখ বাড়িতে দোয়া মাহফিলসহ কেক কাটা এবং লেখকের পৈত্রিক ভিটা কেন্দুয়ার কুতুবপুরে লেখক প্রতিষ্ঠিত বিদ্যাপিঠেও কেক কাটার আয়োজন করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments