Tuesday, April 23, 2024
মূলপাতানেত্রকোনার সংবাদনেত্রকোনা সদর উপজেলানেত্রকোনায় স্বাস্থ্য সেবা কেন্দ্রের সক্ষমতা নিরুপন শীর্ষক কর্মশালা

নেত্রকোনায় স্বাস্থ্য সেবা কেন্দ্রের সক্ষমতা নিরুপন শীর্ষক কর্মশালা

সোহান আহমেদ:
পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল বাংলাদেশের জলবায়ু সহনশীল কর্মসূচির আওতায় স্থানীয় জন গোষ্টীর সক্ষমতা বৃদ্ধি ও নারীরক্ষমতায়নের লক্ষ্যে‘‘এডভান্সিংদি লিডারশিপ অব উইমেন এন্ড গার্লসটুওয়ার্ডস বেটার হেলথ এন্ডক্লাইমেট রেজিলিয়েন্স’’নামে নতুন একটি প্রকল্পের কাজ চলমান রয়েছে। প্রকল্পটি নেত্রকোনা,সিলেট, সুনামগঞ্জ ও কিশোরগঞ্জ জেলার দুর্যোগ প্রবন এলাকায় বাস্তবায়িত হবে এ কার্যক্রম। এর অংশ হিসেবে উক্ত প্রকল্পের আওতায় হেলথ ফ্যাসিলিটি এ্যাসেসমেন্টটুলস সেয়ারিং করার লক্ষ্যে ৫ জুলাই মঙ্গলবার নেত্রকোনা স¦াবলম্বী উন্নয়ন সমিতি হলরুমে জেলা স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগ ও জেলা ত্রান ও পুনর্বাসন বিভাগের যৌথ সহযোগীতায় পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল বাংলাদেশ দিনব্যাপি এক কর্মশালার আয়োজন করে। কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা সিভিল সার্জন ডাঃ মোঃ সেলিম মিয়া। এছাড়াও মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বৃন্দসহ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ সময় সিভিল সার্জন বলেন, ‘‘জলবায়ু পরিবর্তনের কারনে বিভিন্ন দুর্যোগ হচ্ছে এই দুর্যোগের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নারী, শ্শিু ও কিশোরীরা। সুতরাং যে কোন দুর্যোগে তাদেরকে সুরক্ষিত রাখতে আগে থেকেই বিভিন্ন পরিকল্পনা করতে হবে। এডভান্সিং দি লিডারশিপ অব উইমেন এন্ড গার্লসটুওয়ার্ডস বেটার হেলথ এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মোঃ আলমগীর হায়দার বিস্তারিত প্রকল্পের তথ্য পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেসন উপস্থাপন করেন। পরবর্তিতে পাথফাইন্ডার ও সুখী জীবন প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন পাথফাইন্ডার সুখীজীবন কোঅর্ডিনেটর, বিপ্লব কুমার সাহা। এ সময় অংশ গ্রহনকারী গণ প্রজেক্টের বিভিন্ন বিষয়ে তাদের মতামত, পরামর্শ ও সুপারিস সমূহ তুলে ধরেন। কর্মশালাটি সঞ্চালনা করেন মোঃ মিজানুর রহমান বকসী।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments