বরেণ্য লেখক ড. হুমায়ুন আহমেদের ৭৬তম জন্মদিন পালিত হয়েছে নিজ জেলা নেত্রকোনায়। হিমু-রূপা সেজে শোভাযাত্রা ও কেককাটার মধ্য দিয়ে দিবসের সূচনা করে লেখক ভক্তরা। প্রতিবছরের ন্যায় বুধবার (১৩ নভেম্বর) হিমু পাঠক আড্ডার উদ্যোগে তরুণরা হিমু-রূপা সেজে সতপাই অস্থায়ী কার্যলয় থেকে আনন্দ শোভাযাত্রা বের করে। এতে বিভিন্ন বয়সের কবি, লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবি, সামাজিক, সাংস্কৃতিক ব্যাক্তিরা অংশ নেন।
সকালে ১১ টায় সাতপাই থেকে সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা লেখক হায়রদার জাহান চৌধুরীর সভাপতিত্বে একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক যতীন সরকার অসুস্থ থাকায় মোবাইল ফোনে অনুমতি সাপেক্ষে শোভাযাত্রার উদ্বোধন ঘোষনা করেন অধ্যাপক মতীন্দ্র চন্দ্র সরকার। পরে শোভাযাত্রাটি পুরো শহর প্রদক্ষিণ করে মোক্তারপাড়া শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে হিমু উৎসবের প্রথমার্ধের আয়োজনে শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে সকলকে সাথে নিয়ে কেক কাটেন জেলা প্রশাসক বনানী বিশ^াস ও পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।
সেখানে প্রতিষ্টাতা পরিচালক আলপনা বেগমের পরিচালনায় হিমু ¯্রষ্টা হুমায়ূন আহমেদের স্মরণের মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে সাহিত্যকর্মকে তুলে ধরার প্রয়াসকে সাধুবাদ জানিয়ে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক বনানী বিশ^াস, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, লেখক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, অধ্যাপক মতীন্দ্র চন্দ্র সরকার, প্রবীন সাংবাদিক শ্যামলেন্দু পাল, শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার তমাল বোস, মো. অহিদুর রহমান, অধ্যাপক নাজমুল কবীর সরকারসহ অনেকই। সন্ধ্যায় শিল্পকলা একাডেমির নজরুল মঞ্চে একাডেমির সহযোগিতায় আড্ডায় আড্ডায় লেখকের তৈরি নাটক সিনেমায় ব্যবহৃত কালজয়ী গান ও নৃত্য পরিবেশিত হবে।
এছাড়াও লেখকের জন্মস্থান নানার বাড়ি জেলার মোহনগঞ্জের শেখ বাড়িতে ও লেখকের পৈত্রিক ভিটা কেন্দুয়ার কুতুবপুরে লেখক প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপিঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।