Friday, March 29, 2024
মূলপাতানেত্রকোনার সংবাদনেত্রকোনা সদর উপজেলানেত্রকোনায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেয়েছেন মিশুক ও ইজি বাইক চালকরা

নেত্রকোনায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেয়েছেন মিশুক ও ইজি বাইক চালকরা

সোহান আহমেদ:
নেত্রকোনায় প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা পেয়েছেন সদর উপজেলার সহস্রাধিক ইজিবাইক ও মিশুক চালকরা। ১৪ দিনের টানা লকডাউন চলাকালীন সময়ে প্রতিদিনই জেলার বিভিন্ন শ্রেণীর কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হচ্ছে।

এরই অংশ হিসেবে শুক্রবার সকাল সাড়ে ১০ টায় শহরের চন্দ্রনাথ ও আঞ্জুমান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা শহরে ইজিবাইক ও মিশুক চালকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

করোনার সংক্রমণের উর্ধগতির কারণে সরকারের বেধে দেয়া কঠোর লকডাউন বাস্তবায়নে চালকদের ঘরে রাখতেই মানবিক সহায়তা পৌঁছে দিচ্ছে জেলা প্রশাসন। সকালে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজি মো আবদুর রহমান।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, এডিসি আব্দুল্লাহ আল মাহমুদ, পৌর সভার প্যানেল মেয়র এস এম মহসীন আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার।

চলমান পরিস্থিতিতে মানবিক সহায়তা কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। এছাড়াও খাদ্যের জন্য যে কেউ ৯৯৯ এ ফোন দিলে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হচ্ছে বলেও জানান তারা।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments