Thursday, December 5, 2024
মূলপাতাঅন্যান্যনেত্রকোনার কেন্দুয়ায় মোট ১৩ টি ইউনিয়নের মধ্যে ১১ টি ইউনিয়নের চেয়ারম্যানদেরকে অপসারণ

নেত্রকোনার কেন্দুয়ায় মোট ১৩ টি ইউনিয়নের মধ্যে ১১ টি ইউনিয়নের চেয়ারম্যানদেরকে অপসারণ

নেত্রকোনার কেন্দুয়ায় মোট ১৩ টি ইউনিয়নের মধ্যে ১১ টি ইউনিয়নের চেয়ারম্যানদেরকে অপসারণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আদালতে বিভিন্ন মামলা রুজু হওয়ায় তারা আত্মগোপনে থাকার দায়ে এই অপরাসারণ আদেশ দেয়া হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

স্থানীয় সরকারের উপ পরিচালক মামুন খন্দকার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন। এ সকল পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন করা হয়েছে উপজেলা পরিষদের কর্মকর্তাদের। দুইটি ইউনিয়ন নওপাড়া ও গন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ স্ব-পদে বহাল আছেন।
১১ জনের বিরুদ্ধে মামলা থাকা এবং কার্যারয়ে উপস্থিত না থাকায় জনমানুষের সেবা ভোগান্তির কারণে এই অঅদেশ দেয়া হয়েছে।
জানা গেছে, উপজেলার বলাইশিমুল ইউনিয়ন পরিষদের দায়িত্বে সহকারী কমিশনার (ভুমি) মাহমুদুল হাসান, আশুজিয়া ইউনিয়ন পরিষদের দায়িত্বে, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ ইউনুস রহমান, মোজাফরপুর ইউনিয়ন পরিষদের দায়িত্বে, সমবায় কর্মকর্তা কামরুজ্জামান চৌধুরী, কান্দিউড়া ইউনিয়ন পরিষদের দায়িত্বে, উপজেলা কৃষি কর্মকর্তা, হুমায়ুন দিলদার, সান্দিকোনা ইউনিয়ন পরিষদের দায়িত্বে, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নুরুজ্জামান, রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়ন পরিষদের দায়িত্বে, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা আক্তার, গড়াডোবা ইউনিয়ন পরিষদের দায়িত্বে, উপজেলা ইন্সট্রাক্টর কর্মকর্তা আসাদুজ্জামান ভূইয়া, মাসকা ইউনিয়ন পরিষদের দায়িত্বে, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা, আল-আমিন সরকার, চিরাং ইউনিয়ন পরিষদের দায়িত্বে, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মীর্জা মোহাম্মাদ, দলপা ইউনিয়ন পরিষদের দায়িত্বে, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা, আবুল কাশেম, পাইকুড়া ইউনিয়ন পরিষদের দায়িত্বে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আজিজুল রহমান।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments