Wednesday, April 24, 2024
মূলপাতানেত্রকোনার সংবাদনেত্রকোনার হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন

নেত্রকোনার হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন

সোহান আহমেদ:
নেত্রকোনার হাওরাঞ্চলের ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার সকালে নেত্রকোনার মদনে উচিতপুর বালই হাওরে নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক আঞ্জানা খান মজলিশ।

উদ্বোধনী উপলক্ষে মদন উপজেলার নির্বাহী কর্মকর্তা তানজিনা শাহরীনের সভাপতিত্বে অনানের মাঝে বক্তব্য রাখেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সারোয়ার জাহান। এ সময় উপস্থিত ছিলেন মদন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, মেয়র সাইফুল ইসলাম সাইফসহ আরো অনেকেই।

এ সময় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, কৃষকের ফসল রক্ষায় এ বছর আগে থেকেই পিআইসি গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের অক্লান্ত প্রচেষ্টায় নির্ধারিত সময়ে বাঁধ নির্মাণ কাজ শুরু হয়েছে। ফলে সঠিক সময়েই শেষ হবে সকল বাঁধের মেরামত কাজ। এ জন্য সকল প্রকল্পের কাজ সার্বক্ষণিক নজরদারি করতে স্থানীয় জনপ্রতিনিধিসহ সাংবাদিকদের দৃষ্টি রাখতে অনুরোধ জানান তিনি।

এবছর জেলায় ১৭৩ টি পিআইসি (প্রকল্প বাস্তবায়ন) কমিটি গঠনের মাধ্যমে ২৭৫ কিলোমিটার অংশ মেরামত করা হবে। প্রথম পর্যায়ে বরাদ্দ নির্ধারণ হয়েছে ২০ কোটি টাকা।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments