Thursday, April 25, 2024
মূলপাতানেত্রকোনার সংবাদনেত্রকোনা সদর উপজেলানেত্রকোনায় এন আই ডি সংশোধন করতে গিয়ে জাল সার্টিফিকেট ধরা

নেত্রকোনায় এন আই ডি সংশোধন করতে গিয়ে জাল সার্টিফিকেট ধরা

নেত্রকোনা জাতীয় পরিচয় পত্র সংশোধন করতে গিয়ে জাল সার্টিফিকেট ধরা পড়লো স্বপন ঘোষ নামের এক ব্যাক্তির। জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সংশোধনী শুনানিতে এমন ঘটনা ধরা পড়েছে। জাল সার্টিফিকেট নিয়ে যাওয়া স্বপন ঘোষ শহরের নাগড়া এলাকার বাসিন্ধা বলে জানা গেছে ডাটাবেজে। এছাড়াও তিনি মাত্র ৫ম শ্রেনী পাস।

জানা গেছে, তিনি আইডি কার্ড সংশোধনের জন্য আবেদন করে ওই আবেদনের সাথে এসএসসি সনদ দাখিল করেছিলেন। পরে নির্বাচন কর্মকর্তা সনদটি দেখে সন্দেহ হওয়ার তাকে মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে শুনানির জন্য ডাকেন। সাথে সকল মুল ডকুমেন্টস সহ নিয়ে আসতে বলেন স্বপন ঘোষকে।

এরপর মঙ্গলবার সকালে শুনানিতে আসলে শিক্ষাগত যোগ্যতার বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি এসএসসি পাস বলে জানায়। এসময় তাকে মুল সনদ দেখাতে বললে তিনি ইতস্ততভাবে ফটোকপির দোকান থেকে সংগ্রহ করা ভুল ডিজাইনের একটি সার্টিফিকেট বের করেন। যার জন্য স্কুল কর্তৃপক্ষের সহযোগিতা ছাড়াই পরিস্কার ধরা পড়ে নকল কাগজ।

বিষয়টি ধরা পড়লে হাতে পায়ে ধরে ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া শুরু করেন। পরে এটি ফেইসবুক পেউজে সার্টিফিকেট সহ পোস্ট করা হলে সাধারণ মানুষ নানা সচেতনতার কথা বলে এমন প্রতারকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবী জানান।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল লতিফ শেখ জানান, এর দুদিন আগেও মান্নান মিয়া নামের এমন একজন ভূয়া সার্টিফিকেট নিয়ে এসেছিলেন। তিনি বলেন এভাবেই মানুষকে প্রতারণা করে কিছু মানুষ প্রায় সময় এন আই ডি করতে যান। পাশাপাশি এন আই ডি যাচাই বাছাই করে সময় নেয়ার জন্য উল্টো কমিশনের বিরুদ্ধে বিষোদগার করেন। তিনি আরও জানান আমাদের সার্ভারে যে কোন জাল সনদ বা কোন ধরনের ভুল তথ্য ধরা পড়ে যায়।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments