Thursday, April 25, 2024
মূলপাতাঅন্যান্যনেত্রকোনায় বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মালম্বীদের সাথে কেক কেটে জেলা প্রশাসনের শুভেচ্ছা বিনিময়

নেত্রকোনায় বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মালম্বীদের সাথে কেক কেটে জেলা প্রশাসনের শুভেচ্ছা বিনিময়

নিজেস্ব প্রতিবেদক…

বড়দিন উপলক্ষে নেত্রকোনায় প্রথম বারের মতো খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে কেক কেটে শুভেচ্ছা বিনিময় করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার বেলা ১২ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এতে জেলার সীমান্ত উপজেলা দুর্গাপুর এ কলমাকান্দা উপজেলার বিভিন্ন গীর্জার ফাদারগণ উপস্থিত ছিলেন।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজি মোঃ আব্দুর রহমান।

এ সময় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে জেলার আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান পুলিশ সুপার মোঃ আকবর আলী মুনসী, জেলার সীমান্ত রক্ষী বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাব্বির আহমেদ, র‍্যাব ১৪ এর অধিনায়ক শোভন খান, পৌর মেয়র নজরুল ইসলাম খান, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য এবং খীষ্ট্র ধর্মীয় কল্যাণ ট্রাস্টি রেমন্ড আরেং সহ দিন্দু ধর্মীয় নেতাসহ সকল দপ্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময় কালে বক্তারা বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। এখানে নির্ভয়ে বাঁচতে হবে, নির্ভয়ে চলতে হবে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে। তবে এবছর করোনাকালীন সময়ে অনুষ্ঠানের পরিসর সীমিত করা হয়েছে।

পরে শুভেচ্ছা বিনিময় শেষে অতিথিদের নিয়ে কেক কাটেন জেলা প্রশাসক কাজি আবদুর রহমান, পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী, বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাব্বির আহমেদসহ অতিথিবৃন্দ।
এদিকে দীর্ঘদিন পরে হলেও এমন আয়োজনে খুশি খ্রিস্টান ধর্মাবলম্বীরা।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments