Thursday, March 28, 2024
মূলপাতানেত্রকোনার সংবাদনেত্রকোনা সদর উপজেলানেত্রকোনায় ভোক্তা অধিকার আইনে বিড়ি জব্দ জরিমানা আদায়

নেত্রকোনায় ভোক্তা অধিকার আইনে বিড়ি জব্দ জরিমানা আদায়

নেত্রকোনায় এক লক্ষ নকল আকিজ বিড়িসহ উজ্জ্বল সাহা নামে এক যুবককে আটক করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ আইনে আটক যুবককে ২০ হাজার টাকা নগদ অর্থ জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার দুপুরে বিসিক শিল্প নগরী থেকে তাকে আটকের পর জব্দ করা নকল বিড়ি জনসম্মুখে পোড়ানো হয়। পরে আটক উজ্জ্বল সাহাকে মুচলেকার মাধ্যমে ছেড়ে দেয়া হয়। উজ্জ্বল কলমাকান্দা উপজেলার বিশরপাশা গ্রামের বাসিন্দা।

নেত্রকোনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা বিসিকে অভিযান চালিয়ে উজ্জ্বল সাহাকে আটক করি।

এ সময় তার কাছে থাকা ১ লক্ষ নকল আকিজ বিড়ি জব্দ করা হয়েছে। আনুমানিক ৩০,০০০ টাকা মূল্যের এসকল নকল বিড়ি ধ্বংস করা হয়। পরে মসলা মিলে তদারকি করা হয়। এ বিড়ি টাঙ্গাইলের জাফর এর নিকট থেকে এস এ পরিবহন এ পাঠায় যা আজ সকালে ডেলিভারি দেয়।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments