Thursday, April 25, 2024
মূলপাতানেত্রকোনার সংবাদনেত্রকোনা সদর উপজেলানেত্রকোনায় মুজিব জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে 'বঙ্গপুরুষোত্তম' নাটক মঞ্চায়ন

নেত্রকোনায় মুজিব জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে ‘বঙ্গপুরুষোত্তম’ নাটক মঞ্চায়ন

নেত্রকোনায় মুজিব জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুকে নিয়ে কারাগারের রোজ নামচা এর উপর ভিত্তি করে ‘বঙ্গপুরুষোত্তম’ নাটক মঞ্চস্থ হয়েছে।

শহরের মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় শুক্রবার রাতে শিল্পকলা একাডেমির রেপাটরি নাট্যদলের পরিবেশনায় নাটকটি মঞ্চস্থ হয়।

দীপঙ্কর শুভ রচিত নাটকটিতে প্রযোজনা সমন্বয়কারী ছিলেন জেলা কালচারাল অফিসার আব্দুল্লাহ আল মামুন।অনিক কুমারের নির্দেশনায় নাটকে স্থানীয় বিভিন্ন সংগঠনের শিল্পী বৃন্দ অভিনয় করেছেন।

মহুয়া থিয়েটারের কর্মীবৃন্দের একান্ত প্রচেষ্টায় নাটকের মূল চরিত্রে বঙ্গবন্ধুর অভিনয় করেছেন শহরের বিভিন্ন অনুষ্ঠানের উপস্থাপক অর্থাৎ বাচিক শিল্পী চিন্ময় তালুকদার।

এছাড়াও নাটকে অভিনয় করেছে জেলারের ভূমিকায় টিটু সাহা, সিপাহি ১ গিরিধারী, বঙ্গবন্ধুর মায়ের ভূমিকায় নৃত্য শিল্পী নোভা, রেনুর ভূমিকায় প্রিয়া, হাসিনা হয়েছেন অহনা, রেহানা সেজেছেন লিয়া, জামালের ভূমিকায় হিমালয়, কামালের ভূমিকায় প্রিন্স, রাসেলের ভূমিকায় জাবির, নুরু পাগলা ইমন, সিপাহী ২ শামিম, সেনা সদস্যে ছিলো রিজন, ইমন, তাজিম, সাগর, প্রিন্স, দুর্জয়, হিমালয়সহ আরও অনেকে।

নাটকের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর একান্ত ব্যাক্তিগত কিছু সময় আর ঘটনার বিন্যাসে নাটকটি মঞ্চস্থ করা হয়েছে।
এতে ছিলো জাতির পিতার বণার্ঢ্য জীবনের খুব বেশি প্রকাশিত হয়নি এমন অনেক ঘটনা।

নাটকে ছিলো বঙ্গবন্ধু তার ব্যাক্তি ও পারিবারিক জীবনে নীর্মোহ থেকে দেশ, দেশের মানুষ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, তথা সর্বোপরি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বে কতটা অনুরক্ত ছিলেন।

এসময় মুগ্ধ হয়ে দর্শকদের সাথে নাটক উপভোগ করেন জেলা প্রশাসক কাজি মো আবদুর রহমান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ সুহেল মাহমুদসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments