Friday, April 26, 2024
মূলপাতাঅন্যান্যনেত্রকোনায় মোবাইল কোর্টের ৭ দুধ বিক্রেতাকে জরিমানা

নেত্রকোনায় মোবাইল কোর্টের ৭ দুধ বিক্রেতাকে জরিমানা

নিজেস্ব প্রতিবেদক…

নেত্রকোনা পরিমাপে কম এবং পানি মেশানোর অভিযোগে ৭ জন দুধ বিক্রেতাকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার দুপুরে শহরের আনন্দবাজার মোড়ে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৫ এবং ৪৭ ধারায় তাদেরকে এই দন্ড প্রদান করা হয়।

এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহছেন উদ্দিন।
দুধে পানি মেশানো এবং পরিমাণে কম দেয়ার প্রমাণ হাতে নাতে পাওয়ায় সাতজন ভ্রাম্যমাণ বিক্রেতাকে এই দন্ড প্রদান করা হয় ।

তাদের প্রত্যেককে সতর্কতা মূলক ভাবে প্রাথমিক পর্যায়ে এক হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়।
সাজাপ্রাপ্ত প্রত্যেকেই সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা।
পরবর্তীতে পুনরায় মোবাইল কোর্টে তাদেরকে একই অপরাধে পাওয়া গেলে জেল প্রদান করার কথা জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এ সময় ভোক্তা কর্মকর্তা এবং সদর থানার পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments