Saturday, April 20, 2024
মূলপাতানেত্রকোনার সংবাদনেত্রকোনা সদর উপজেলামহান বিজয় দিবসে নেত্রকোনায় তাৎপর্যপূর্ণ আলোচনা সভা

মহান বিজয় দিবসে নেত্রকোনায় তাৎপর্যপূর্ণ আলোচনা সভা

নেত্রকোনায় “জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন” শীর্ষক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

বুধবার বেলা ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এই আলোচনা সভার আয়োজন করে। এতে জেলা প্রশাসক কাজি আবদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো. নুরুল আমীন, স্থানীয় সরকারের উপ পরিচালক জিয়া আহমেদ সুমন, পৌর মেয়র নজরুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাহমুদ, রাজস্ব মো. দেওয়ান তাজুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ সুহেল মাহমুদ, প্রবীণ আওয়ামীলীগ নেতা শাহজাহান কাদের, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম, রেড ক্রিসেন্ট সোসাইটির সম্পাদক গাজী মোজাম্মেল হক টুকু, কৃষকলীগের সভাপতি কেশব রঞ্জন সরকারসহ অন্যান্যরা।

এসময় বক্তারা বলেন ১৯৭১ সনে পরাজিত শক্তি আবারো যেনো মাথাচাড়া দিয়ে উঠেছে। তা আমাদের রুখে দিতে হবে। কোনমতেই এ দেশে মৌলবাদ স্থান পাবে না। বঙ্গবন্ধু একটি অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা।

আজকের দিনে ভাস্কর্য ভাংঙ্গা এবং বুদ্ধিজীবী দিবসে অন্য আলোচনা করা মানে বাংলাদেশকে অস্বীকার করা। যা কোন ভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এদেরকে শক্ত হাতে প্রতিহত করার অঙ্গীকার করছি এ দিনে। বঙ্গবন্ধুর আদর্শ বঙ্গবন্ধুর দর্শনকে ধারণ করতে হবে লালন করতে হবে। তবেই একজন প্রকৃত বাঙ্গালি হিসেবে গড়ে উঠবে।

 

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments