Thursday, April 25, 2024
মূলপাতাঅন্যান্যলকডাউন উপক্ষো করেই বারনী মেলা

লকডাউন উপক্ষো করেই বারনী মেলা

করোনা মহামারীর কারণে সারাদেশব্যাপী দেয়া সর্বাত্মক লকডাউন উপেক্ষা করেই নেত্রকোনার মোহনগঞ্জে বসেছে বারনী মেলা । মঙ্গলবার সকাল থেকে উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের নাকডরা গ্রামে এ মেলা বসে। মেলার পুরনো স্থান হওয়ায় বিভিন্ন এলাকা থেকে রিক্সা, ভ্যান ও হেঁটে মেলা স্থলের দিকে ছুটে যায় অসংখ্য মানুষ।

স্থানীয়রা জানান, উপজেলার নাকডরা গ্রামের বিল পাড়ে প্রতিবছরই হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র অষ্টমী স্নান ও মেলা বসে। এতে পুণ্যার্থী ও মেলা দেখতে আসার মানুষের ঢল নামে। করোনা পরিস্থিতির কারণে গত বছর মেলা বসেনি। তবে এ বছর সর্বাত্মক লকডাউন থাকার পরও তা উপেক্ষা করেই শত শত মানুষ ভিড় জমায় মেলায়।

এ বিষয়ে মোহনগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, ওখানে পূণ্য স্নান হয় জানি। তবে মেলার বিষয়টি জানা নেই। এখনি ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি। লকডাউনে মেলা চলার বিষয়টি অবগত নন বলে জানান ইউএনও আরিফুজ্জামানও। তিনি বলেন, মেলা বন্ধ করতে এখনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments