প্রধানমন্ত্রী থেকে শেখ হাসিনার পদত্যাগের আনন্দে নেত্রকোনার দুর্গাপুরে বিএনপির নেতা-কর্মী ও এলাকাবাসীকে গরু জবাই করে ভূরিভোজের আয়োজন করলেন আইনুল হক নামের এক বিএনপির সমর্থক।
শুক্রবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার কাকৈরগড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এই আয়োজন করেছেন তিনি।
এই আয়োজনে উপজেলার প্রায় হাজারো নেতা-কর্মী ও এলাকাবাসীদের আমন্ত্রণ জানান তিনি। আইনুল হক ওই ইউনিয়নের কৃষ্ণেরচর এলাকার বাসিন্দা।
আইনুল হক জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আট দফা ঘোষণার সময় মান্নত করেছিলেন শেখ হাসিনা পদত্যাগ করলে দুর্গাপুরের সকল বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসীদের গরু জবাই করে খাওয়াবেন।
তাই এবার সেই কথা রাখতে গরুর মাংস দিয়ে বিরিয়ানি করে এই ভোজের আয়োজন করেন। এতে প্রায় দুই লাখ টাকা খরচ করেছেন তিনি।
আইনুল হক আরো বলেন, আমি আল্লাহর কাছে মান্নত করছিলাম যে শেখ হাসিনার পদত্যাগ হইলে আমি সকল বিএনপির ভাইয়ের গরু জবাই করে খাওয়াবো এইটা পূরন হইছে তাই আজকে আমি গরু জবাই করে আয়োজন করছি।
এদিকে তার আয়োজনে সকাল থেকেই স্থানীয় নেতাকর্মীরা সহযোগিতায় ছিলেন।
জুম্মার নামাজের পরপরই খাওয়া-দাওয়া শুরু হয়। উপজেলার বিএনপির ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ আইনুলের আমন্ত্রণে সেখানে আসেন।