Friday, March 29, 2024
মূলপাতাঅন্যান্যসড়ক দুর্ঘটনা প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত

সম্প্রতি নেত্রকোনায় বেড়ে যাওয়া সড়ক দুর্ঘটনা প্রতিরোধে অদক্ষ চালক ও ফিটনেস বিহীন যানবাহন চলাচল বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে জেলা প্রশাসন। বুধবার দুপুরে জেলা প্রশাসক কাজী মোঃ আব্দুর রহমানের নির্দেশনায় জেলা শহরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাড়লা এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসময় নেত্রকোনা ঢাকা ময়মনসিংহ সড়কে চলাচলকারী মোটরসাইকেল, সিএনজি যাত্রীবাহী বাস সহ বিভিন্ন যানবাহনের ফিটনেস ও চালকদের লাইসেন্স পর্যবেক্ষণ করা হয়। এ সময় ৮টি যানবাহনের চালককে অর্থ দন্ড দেয়া হয়েছে।

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ভ্রাম্যমান আদালত অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম।
এসময় নেত্রকোনা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার রেজাউল ইসলাম, বিআরটিএ কর্মকর্তা মোবারক হোসেন উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments