নেত্রকোনার কলমাকান্দায় জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরজামাল (২১) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের চান্দুয়াইল গ্রামে নিজ জমিতে সেচ দিতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন। নিহত নুরজামাল ওই গ্রামের নুর ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, চলতি ইরি-বোরো রোপন মওসুমে বৈদ্যুতিক পাম্প দিয়ে বাড়ির পাশের ধান ক্ষেতে পানি দিচ্ছিলেন নুরজামাল। আসাবধানতা বসত বিদ্যুৎ সঞ্চালন তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন।
এসময় স্থানীয়রা নুরজামালকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শরিফুল ইসলাম মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা থানার ওসি ফিরোজ হোসেন জানান, সেচের পাম্পে কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গিয়েছে। তবে পরিবারের কোন প্রকার অভিযোগ না থাকায় ঊর্ধ্বতনদের সাথে কথা বলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।