Thursday, December 5, 2024
মূলপাতাঅন্যান্যবরেণ্য লেখকের জন্মদিনে নিজ জেলায় হিমু উৎসব আয়োজন করেছে সামাজিক সংগঠন হিমু...

বরেণ্য লেখকের জন্মদিনে নিজ জেলায় হিমু উৎসব আয়োজন করেছে সামাজিক সংগঠন হিমু পাঠক আড্ডা

আজ ১৩ নভেম্বর বরেণ্য লেখক হুমায়ুন আহমেদ এর ৭৬তম জন্মদিনে নিজ জেলা নেত্রকোনায় হিমু উৎসবের আয়োজন করেছে তরুণ পাঠক ভক্তরা।

প্রতিবারের ন্যায় এবারো দিবসটিতে তরুণরা হিমু-রূপা সেজে বিভিন্ন বয়সের কবি, লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবি, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিদের সাথে নিয়ে আনন্দ হিমু উৎসবের প্রথমার্ধে শোভাযাত্রা বের করবে।

পরে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে তারুণ্য নির্ভর সামাজিক সংগঠন হিমু পাঠক আড্ডা।
বুধবার সকালে ১১ টায় সংগঠনের অস্থায়ী কার্যালয় সাতপাই থেকে হলুদ পাঞ্জাবিতে হিমু আর নীল শাড়িতে রূপা সেজে লেখকের নাটক সিনেমায় ব্যবহৃত গানের সাথে নেচে গেয়ে মোক্তারপাড়া মুক্তমঞ্চ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার হেঁটে যাবে।

সেখানে হিমু-রূপাদের নিয়ে কেক কাটবেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস ও পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।

সন্ধ্যায় হিমু পাঠক আড্ডার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় আড্ডায় আড্ডায় লেখকের তৈরি নাটক সিনেমায় ব্যবহৃত কালজয়ী গান ও নৃত্য পরিবেশিত হবে। শিল্পকলা একাডেমির নজরুল মঞ্চে আড্ডায় আড্ডায় সাংস্কৃতিক অনুষ্ঠানে লেখক সম্পর্কে আলোচনা করবেন স্থানীয় কবি লেখক সাহিত্যিকরা।
মূলত প্রতিবছর নতুন প্রজন্মের মাঝে হুমায়ুন আহমেদ এর সাহিত্য সংস্কৃতি আনন্দের ছলে এবং লেখকের আকর্ষণীয় কাল্পনিক চরিত্রের রূপায়নের মাধ্যমে তুলে ধরাই লক্ষ্য বলে জানালেন প্রতিষ্ঠাতা সাংবাদিক আলপনা বেগম।
এছাড়াও লেখকের জন্মস্থান নানার বাড়ি জেলার মোহনগঞ্জের শেখ বাড়িতে ও লেখকের পৈত্রিক ভিটা কেন্দুয়ার কুতুবপুরে লেখক প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপিঠে দোয়া মাহফিল করা হবে।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments