নেত্রকোনার কেন্দুুয়া উপজেলায় রান্নাঘরে কাজ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে বিশ্বনাথ খাঁ (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর ) দুপুরে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কুমরুড়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।
বিশ্বনাথ খাঁ কুমরুড়া গ্রামের বিশেষ্য চক্রবর্তীর ছেলে।
পুলিশ ও পরিবারের বরাতে জানা গেছে, শনিবার দুপুরের দিকে নিজ বাড়ির রান্না ঘরে কাজ করছিলেন বিশ্বনাথ খাঁ। এ সময় তিনি হঠাৎ বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুতায়িত হন। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কথা হলে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।