সোমবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
29.3 C
Netrakona
সোমবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৫
মূলপাতাঅন্যান্যনেত্রকোনায় ১৬ আওয়ামীলীগের নেতাকর্মীর জামিন না মঞ্জুর

নেত্রকোনায় ১৬ আওয়ামীলীগের নেতাকর্মীর জামিন না মঞ্জুর

নেত্রকোনায় মদনের পর এবার মোহনগঞ্জের উপজেলা আওয়ামীলীগের সভাপতি সম্পাদকসহ ১৬ নেতাকর্মীর জামিন না মঞ্জুর।

সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে একটি বিস্ফোরক, হামলা, ভাংচুর ও ক্ষতি সাধনের মামলায় জামিন চেয়ে হাজিরা দিতে এসেছিলেন তারা।

নেত্রকোনা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস এম রাজিবুল হাসান শুনানি শেষে আসামিদের জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

জানা গেছে, মোহনগঞ্জ উপজেলার জনৈক ফজলুল হক বাদী হয়ে গত ১৮ সেপ্টেম্বর বিশেষ ক্ষমতা আইনে ৩০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। একই মামলায় অজ্ঞাতনামা আরও দেড় থেকে দুশ জনকে আসামী করা হয়।

ওই মমালায় জামনি চেয়ে এজাহারনামীয় ১৬ জন নেতাকর্মী আদালতে হাজিরা দিতে আসলে তাদেরকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করা হয়।
আসামীদের মধ্যে উপজেলা আওয়ীমীলীগের সভাপতি সাবেক পৌর মেয়র এডভোকেট লতিফুর রহমান রতন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শহীদ ইকবালসহ ও বরকাশিয়া বিরামপুর ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগের নেতা মোতাহার হোসেন চৌধুরীসহ ১৬ জন আদালতে হাজিরা দিতে আসেন।

তারা জামিন আবেদন করলে তাদের জামিন আবেদন না মঞ্জুর করে বিচারক জেল হাজতে প্রেরণ করেন।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments