ফারুক আহমেদ,ধর্মপাশা
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের ২০২১ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের ভর্তির কার্যক্রম এই প্রথম ডিজিটাল লটারির মাধ্যমে উদ্বোধন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনতাসির হাসান প্রধান অতিথি হিসেবে ডিজিটাল লটারির কার্যক্রম উদ্বোধন করেন।
আজ (১৪জানুয়ারি) বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের সভা কক্ষে বিদ্যালয় কর্তৃপক্ষ ডিজিটাল লটারির আয়োজন করে।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক আবু তাহের মোহাম্মদ নাজমুল হক। সভায় শিক্ষক জিএম হায়দার তালুকদারের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনতাসির হাসান, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ফখরুল ইসলাম চৌধুরী।
এ সময় লটারির ফলাফল সংরক্ষণে ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শাহীদুল মৌলা, ধর্মপাশা সরকারি কলেজের প্রভাষক ফারুক হাসান ফয়সাল। এছাড়াও প্রজেক্ট উপস্থাপনায় ছিলেন, বিদ্যালয়ের আইসিটি শিক্ষক মোহাম্মদ ইউসুফ আলী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আজহারুল ইসলাম পিকে দিদার, ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক সেলিম আহম্মেদ প্রমুখ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক খান বলেন, ১৯৩১খ্রিঃ স্থাপিত এই বিদ্যালয়টিতে প্রত্যেক শিক্ষাবর্ষেই ভর্তি পরীক্ষার মাধ্যমে ৬ষ্ঠ শ্রেণীতে শিক্ষার্থীদের ভর্তি করানো হতো।
কিন্তু করোনা ভাইরাসের কারণে ভর্তি পরীক্ষা নিতে পারায় এবং সরকারি নির্দেশনা মেনে এবারই প্রথম ডিজিটাল লটারির মাধ্যমে ৬ষ্ঠ শ্রেণীতে শিক্ষার্থীদের ভর্তি করানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে বালক শিক্ষার্থীদের আসন সংখ্যা ৩০০ এর বিপরীতে ভর্তি আবেদন পড়েছে মাত্র ২৩৬টি।
তাই বালক শিক্ষার্থীদের ভর্তির জন্য কোন লটারির প্রয়োজন হয়নি।
আর বালিকা শিক্ষার্থীর আসন সংখ্যা ৬০ এর বিপরীতে ২২২টি আবেদন পড়েছে। যার জন্য লটারির আয়োজন করতে হয়েছে।