সোহান আহমেদ:
আগামী জাতীয় সংসদ নিবার্চনকে সামনে রেখে নেত্রকোনার বিভিন্ন এলাকায় নৌকার পক্ষে ভোট প্রার্থনায় জন সমাবেশ গনসংযোগ করছেন আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীরা। এর ধারাবাহিকতায় কেন্দুয়ার বলাই শিমুল ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে জন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে গোপালপুর বাজারে স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা সুপ্রীম কোর্ট আইনজীবী মোঃ আব্দুল মতিন।
এসময় প্রধান অতিথির বক্তবে বর্তমান সরকারের উন্নয়ন তোলে ধরে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট চেয়েছেন। সেইসাথে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশায় স্থানীয়দের সমর্থন ও দোয়া প্রত্যাশা করেন।
জনসভায় সভাপতিত্ব করেন ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কামাল হোসেন খসরু। এতে স্থানীয় আওয়ামীলীগের বিভন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। এ সময় বলাইশিমূল ইউনিয়নের সহস্রাধিক নেতা-কর্মী ও সাধারণ মানুষ জনসভায় অংশ গ্রহন করেন।