নেত্রকোনায় গত একদিনে নতুন শনাক্ত ৫৭ জন। তাদের মধ্যে ৩৪ জন পুরুষ ও ২৩ জন নারী। আক্রান্তের হার শতকরা ২৭ দশমিক ৫৪। ময়মনসিংহ ল্যাবে ১২৫ টি নমুনা পরীক্ষার মধ্যে শনাক্তকৃত ১৫ জন। জেলায় র্যাপিড এনিটজেন টেষ্ট করা হয়েছে ৮২ জনের। তাদের মধ্যে শনাক্তকৃত ৪২ জন। মোট পরীক্ষিত নমুনার সংখ্যা-২০৭ টি।
শনাক্তকৃত ৫৭ জনের মধ্যে নেত্রকোনা সদরে ২৭ জন, কলমাকান্দায় ৪ জন, বারহাট্টায় ১ জন, আটপাড়ায় ১ জন, মদনে ৪ জন, কেন্দুয়ায় ৩ জন, দুর্গাপুরে ৭ জন, পুর্বধলায় ৪ জন, মোহনগঞ্জে ৫ জন ও খালিয়াজুরীতে ১ জন।
তারমধ্যে অধিকাংশই নেত্রকোনা শহরে। শনাক্তরা হচ্ছে কাটলী ৮, মোক্তারপাড়া ৫, সাতপাই ৩, নাগড়া ২, বড়বাজার ২, কুরপাড় ২, চকপাড়া ২, পারলা ১ জন, বাংলা ১ জন ও পুলিশলাইন ১জন। এ পর্যন্ত পরীক্ষাগারে মোট নমুনার সংখ্যা ২০০৫০ টি। রিপোর্ট পাওয়া গেছে ১৯৬৭৬ টি। জেলায় মোট শনাক্ত ১৯০১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১২১৮ জন। এ পর্যন্ত জেলায় মৃত্যু- ৩৬ জন।