নেত্রকোনার সীমান্ত উপজেলা দুর্গাপুর প্রেসক্লাবের সাংবাদিকরা দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবীতে প্রতিবাদ সভা করেছে। বুধবার বিকালে দুগার্পুর প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সভাপতি এস এম রফিকুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জামাল তালুকদার এর সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মো. মোহন মিয়া, নির্মলেন্দু সরকার বাবুল, তোবারক হোসেন খোকন, পল্টন হাজং, ধনেশ পত্রনবীশ, রিফাত আহমেদ রাসেল সহ অন্যান্যরা।
প্রতিবাদ সভায় বক্তারা রোজিনা ইসলামকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষিদের শাস্তি দাবি সহ রোজিনা ইসলাম কে নিঃশর্ত মুক্তি দাবী করেন।
এর আগে বুধবার দুপুরে দুগার্পুর প্রেসক্লাব মিলনায়তনে নারী সাংবাদিক সংগঠন (নাসাস) এর উপজেলা কমিটির সভাপতি সাংবাদিক রাখী দ্রং এর সভাপতিত্বে আরো একটি প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে।