সোহান আহমেদ:
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা জাতীয় পার্টি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার দুপুরে নেত্রকোনা জেলা জাতীয় পার্টির উদ্যোগে জেলা প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।
এ সময় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী খান, সাধারণ সম্পাদক মান্নান খান আরজুসহ আরো অনেকেই।
এসময় অবিলম্বে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ভর্তুকির মাধ্যমে কমিয়ে এনে জনসাধারণকে স্বস্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন