Saturday, October 12, 2024
মূলপাতাঅন্যান্যনিকাশ মানকিনের কমলা বাগান

নিকাশ মানকিনের কমলা বাগান

অল্প খরচে লাভ বেশী হওয়ায় নেত্রকোণার দুগার্পুরে জনপ্রিয় হয়ে উঠছে কমলার চাষ। এখানকার উৎপাদিত কমলা এখন স্থানীয় চাহিদা মিটিয়েও যাচ্ছে রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানে।

এরইমধ্যে দূর্গাপুরের সফল চাষী নিকাশ মানকিনের কমলা বাগান দেখে উৎসাহীত হচ্ছেন স্থানীয়রা।সীমান্ত উপজেলা দূর্গাপুর ও কলমাকান্দার প্রধান ফসল ধান হলেও বর্তমানে অল্প খরচে লাভ বেশী হওয়ায় ধানের পাশাপাশি পাহাড়ি এলাকাগুলোতে কমলা চাষে আগ্রহী হয়ে উঠছেন এখানকার উপজাতি চাষীরা।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments