নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার জৈনপুর গ্রামে হাওরে হাঁস নিয়ে যাওয়ায় বজ্রপাতে রিফাদ নামে (১৩) শিশুর মৃত্যু হয়েছে। এসময় আহত হন ছোট ভাই শুভসহ বাবা রতন মিয়া।
তারা উপজেলার বরতলি বানিহারি ইউনিয়নের বানিহারি গ্রামের বাসিন্দা। আজ বুধবার সকালে প্রতিদিনের ন্যায় পার্শ্ববর্তী জৌনপুর হাওরে নিজস্ব খামারের হাঁস নিয়ে যায়।
দুপুরে বজ্রপাতে ছেলে রিফাদ ঘটনাস্থলেই নিহত হয়। এসময় আহত হয় তার ছোট ভাই শুভ ও বাবা রতন মিয়া। পরে এলাকাবাসী গুরুতর আহত শুভকে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।