সোমেশ্বরী নদীতে ডুবে নিখোঁজের প্রায় ৭ ঘন্টা পর মিললো বালু শ্রমিক হাকিম মিয়া (২২) এর লাশ। নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে টানা কয়েকঘন্টা চেষ্টা চালিয়ে ময়মনসিংহের ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশটি উদ্ধার করেছে।
বুধবার সকালে নিখোঁজের পর দুপুরে আড়াইটার দিকে বালু উত্তোলনের ড্রেজারের গর্তে থেকে লাশটি উদ্ধার করা হয়।
হাকিম উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের ধানশিরা গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে। তিনি চণ্ডিগড় তিন নং ঘাটের বালু মহালের শ্রমিক ছিলেন।
বুধবার সকালে সোমেশ্বরী নদীতে বাংলা ড্রেজার মেশিনে কাজ করতে গিয়ে পানির নীচে ডুব দিয়ে আর ভেসে উঠেননি।
এরপর দীর্ঘক্ষণ ভেসে না ওঠায় স্থানীয়রা তিন ঘন্টা যাবত খোঁজাখুঁজি করে না পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবরি দলকে খবর দেয়। তারা এসে কয়েকঘন্টা চেষ্টা চালিয়ে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি শাহ নুর এ আলম সত্যতা নিশ্চিত করেছেন।