নেত্রকোনায় Education Outloud-Advocacy & Social Accountability(ASA) Project কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ (CEWG) গঠন বিষয়ক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার(৩০ মার্চ) জেলার সদর উপজেলার মেদনী ইউনিয়নের ইউনিয়ন পরিষদ হল রুমে সভার আয়োজন করে বেসরকারী উন্নয়ন সংস্থা সেরা এবং গণসাক্ষরতা অভিযান।
সেরার জেলা ডেপুডি ম্যানেজার শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনায় এতে সভাপত্বিত করেন মেদনী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আক্কাছ মিয়া।
সভার প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সেরার নির্বাহী পরিচালক মুজিবুর রহমান।
অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন মেদনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান খান, মদনপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এবং দিগজান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: লুৎফুল কবীর খানসহ ইউনিয়নের কৃষক, শ্রমিক, নারী, ছাত্র-শিক্ষক, সমাজকর্মী, উদ্যোক্তা, প্রশিক্ষক ও গণমাধমকর্মীসহ অনেকেই।
প্রধান আলোচকের বক্তব্যে উঠে আসে কমিউনিটি ওয়াচ গ্রুপ গঠনের বিষয়গুলো।
তিনি তার বক্তব্যে বলেন আমরা ইউনিয়নের সকল কমিউনিটির লোকজন নিয়ে একটি ওয়াচ গ্রুপ গঠন করবো।
এই গ্রুপের মাধ্যমে ইউনিয়নের সকল গ্রামে এবং শিক্ষা প্রতিষ্ঠানে পিছিয়ে পড়া জনগোষ্ঠি নিয়ে কাজ করবো।
তাছাড়া আমরা ৩০ জনের করে একটি ইউথ কমিটি গঠন করবো।