সোহান আহমেদ:
বন্যা দুর্গত এলাকায় অসহায় মানুষের পাশে দাঁড়াতে ছাত্রলীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
সোমবার বিকেলে নেত্রকোনার হাওর অঞ্চল খালিয়াজুরীর বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন শেষে উপজেলা সদরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি জানান, বন্যা কবলিত জেলা গুলোতে সকল পর্যায়ে ছাত্রলীগকর্মীদের বন্যার্থ মানুষের সহায়তায় এগিয়ে আসার নির্দেশ প্রদান করা হয়েছে।
মদন মোহনগঞ্জ, খালিয়াজুরীর বিভিন্ন দুর্গত এলাকা পরিদর্শনকালে অবস্থান লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোবায়েল আহমেদ খান।
পরিদর্শনকালে ছাত্রলীগের উদ্যোগে বন্যার্থ মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়। নেত্রকোনা বন্যা কবলিত এলাকা পরিদর্শন শেষে সুনামগঞ্জ ও সিলেটের উদ্দেশ্যে রওনা হন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।