চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচনে নেত্রকোনা সদর পৌরসভায় বিপুল ভোটে তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম খান ।রাতে জেলা নির্বাচন অফিস কার্যালয় থেকে তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয় ।
এবার নির্বাচনের নজরুল ইসলাম খান (নৌকা) প্রতীক পেয়েছেন ২৯ হাজার ৫৬৩ ভোট তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী আব্দুল্লাহ আল মামুন খান রনি (ধানের শীষ) প্রতীক পেয়েছেন ৯ হাজার ৯৯৫ ভোট । এছাড়াও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী (মোবাইল ফোন) প্রতীক পেয়েছেন ১ হাজার ৭৯৭ ভোট ।
ইভিএম পদ্ধতিতে মোট ৩২ টি কেন্দ্রের মাধ্যমে ২০৫ টি বুথকক্ষে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলে বিরতিহীন ভোটগ্রহণ । পৌরসভার নয়টি ওয়ার্ডের মোট ৬৭ হাজার ৪৬৫ জন ভোটারের বিপরীতে ভোট দিয়েছেন ৪১ হাজার ৪৬০ ভোট । যা শতাংশের হিসাবে দাঁড়ায় ৬১ শতাংশে ।