সোহান আহমেদ:
“মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ ও পুনাক কেন্দ্রীয় কমিটির উদ্যোগে দেশব্যপী সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় নেত্রকোনায়ও বৃক্ষরোপণ করা হয়েছে ৷ দেশব্যাপী ভার্চুয়ালি এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) ও বাংলাদেশ (পুনাক) এর প্রধান উপদেষ্টা সভানেত্রী জীশান মীর্জা। এ সময় একযোগে দেশের প্রতিটি জেলায় কমপক্ষে ১০ টি করে বনজ, ফলজ এবং ঔষধী গাছের চারা রোপণ কর্মসূচী পালিত হয়৷
এরই অংশ হিসেবে বুধবার বিকেলে নেত্রকোনা পুনাকের আয়োজনে পুলিশ লাইন্স মাঠের পাশেই বনজ, ফলজ ও ঔষধী বৃক্ষরোপণ করা হয়েছে। এ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো: আকবর আলী মুনসী। এ সময় জেলা পুনাক সভানেত্রী ঝুমা আকবর ও পুলিশ সুপার আকবর আলী মুনসী বৃক্ষ রোপন করেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধতন কর্মকর্তাগণ ও পুনাকের সম্মানিত সদস্যগণ উপস্থিত ছিলেন৷