সোহান আহমেদ কাকন, নেত্রকোনা: “কর্তব্যের তরে করে গেলে যারা আত্মবলিদান, প্রতিক্ষণে স্মরণ করিব তোমাদের প্রতিদান” এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনায় পুলিশ মেমোরিয়াল ডে-২০২১ পালিত হয়েছে।
সোমবার ১ মার্চ সকালে নেত্রকোনা জেলা পুলিশ কর্তৃক আয়োজিত পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে পুলিশ লাইন মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এর আগে কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের স্মরণে অস্থায়ী স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা পুলিশ সুপার আকবর আলী মুনসী। এসময়, রুহের মাগফিরাত কামনা শেষে তাদের পরিবার বর্গের উপস্থিতিতে আলোচনা সম্মাননা প্রদান করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার আকবর আলী মুনসী। সমালোচনা অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত রায়, প্রেস ক্লাব সম্পাদক শ্যামলেন্দু পালসহ জেলায় কর্মরত অফিসারগন।