সোহান আহমেদ কাকন:
নেত্রকোনায় দ্বিতীয় পর্যায়ে পৌর শহরের ছিন্নমূল হতদরিদ্র নারী-পুরুষদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে নেত্রকোনা পৌরসভার উদ্যোগে দুর্যোগ ও ত্রাণ পুনর্বাসন মন্ত্রণালয়ের সহযোগিতায় নগদ অর্থ বিতরণ করা হয়।
এসময় পৌর ভবন কার্যালয়ে ৯টি ওয়ার্ডের ৬ শতাধিক নারী-পুরুষের মাঝে ৫ শত করে নগদ টাকা প্রদান করা হয়।
পৌর মেয়র নজরুল ইসলাম খানের পক্ষে অর্থ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্যানেল মেয়র এস এম মহসীন আলম। এ সময় পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ সহ ওয়ার্ড কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।
করোনা পরিস্থিতিতে দ্বিতীয় পর্যায়ে দেয়া প্রধানমন্ত্রীর বিশেষ উপহার নগদ অর্থ হাতে পেয়ে খুশি হতদরিদ্ররা।