Thursday, December 5, 2024
মূলপাতানেত্রকোনার সংবাদনেত্রকোনা সদর উপজেলানেত্রকোনায় বসুন্ধরা নুডলস কিনে দশ হাজার টাকা পুরস্কার পেয়েছেন দয়াল মিয়া

নেত্রকোনায় বসুন্ধরা নুডলস কিনে দশ হাজার টাকা পুরস্কার পেয়েছেন দয়াল মিয়া

সোহান আহমেদ:
নেত্রকোনায় বসুন্ধরা গ্রুপের খাদ্য সামগ্রী নুডলস কিনে দশ হাজার টাকা নগদ পুরস্কার পেয়েছেন দয়াল মিয়া নামে এক ক্রেতা।

নেত্রকোনা পৌর শহরের জয়নগর এলাকার রিপন স্টোর থেকে নুডলস কিনে সৌভাগ্য বান ঐ ব্যক্তি নগদ একাউন্টের মাধ্যমে এ উপহার পেয়েছেন। অনাকাঙ্ক্ষিত ভাবে এ পুরস্কার পেয়ে খুশি ক্রেতা দয়াল মিয়া।

বুধবার সকালে বসুন্ধরা গ্রুপের প্রোডাক্ট বিলাইনের সেলস ইনচার্জ খালেদ আল মাসুদ পুরস্কৃত হওয়া দয়াল মিয়াকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিক্রেতা রিপন মিয়াকেও অভিনন্দন জানান।

নেত্রকোনায় বসুন্ধরা গ্রুপের নুডলস, মুড়ি, সেমাই সহ বিভিন্ন পণ্যের দায়িত্বপ্রাপ্ত এরিয়া ম্যানেজার ইশতিয়াক চৌধুরী জানান, বেশ কয়েক মাস ধরেই নেত্রকোনার বিভিন্ন অঞ্চলে পৌঁছে গেছে বসুন্ধরার বিভিন্ন পণ্য।

এরমাঝে বসুন্ধরা নুডুলসের চলমান বিশেষ প্রোগ্রাম “বিনা তারের পাঠশালা” এর আওতায় প্রথমবারের মতো নেত্রকোনায় এক ব্যক্তি ১০ হাজার টাকা পেয়েছেন। এছাড়াও বসুন্ধরা গ্রুপের সকল পণ্যই গুণগতমান সম্পন্ন হওয়ায় ইতোমধ্যে এর চাহিদা বেড়েছে কয়েকগুণ।

তাই ভবিষ্যতে নেত্রকোনায় বসুন্ধরার পণ্যই প্রথম অবস্থানে থাকবে বলে মনে করছেন স্থানীয় ডিলার টুটন চন্দ্র সরকারসহ সংশ্লিষ্ট সবাই। এক প্যাকেট নুডুলস এর দাম মাত্র ১৪০ টাকা অনেকেই এখন বসুন্ধরা নুডুলস কিনছেন।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments