বিশেষ প্রতিনিধি
নেত্রকোনায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনব্যাপী আলোচনা সভায় জেলার সকল ধরনের ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত প্রশাসক (সার্বিক) মামুন খন্দকার, জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আশিক নুর, পৌরসভার প্যানেল মেয়র এস এম মহসীন আলম, ক্যামিস্ট ও ড্রাগিস্ট সমিতির সভাপতি মো. মুকশেদুল মোর্শেদ প্রমুখ। এসময় ভোক্তার সহাকারী পরিচালক ওসমান গণি, এবছর বাজার অভিযানের পরিসংখ্যানের তথ্য তুলে ধরে বলেন, দন্ডিত প্রতিষ্ঠানের সংখ্যা ১৬৪ টি ও সরকারী কোষাগারে জমাকৃত টাকার পরিমাণ ৫ লক্ষ ৯৫ হাজার।