নেত্রকোনার দুর্গাপুরে বালু চাপায় ড্রেজার মালিক সবুজ মিয়া (৩২) নামে একজন নিহত হয়েছে। শনিবার দুপুরে সোমেশ্বরী নদীর ৩নং বালুঘাটের কানিয়াল সখির ঘাটে এ দুর্ঘটনা ঘটে । নিহত সবুজ পৌরশহরের খরস গ্রামের আব্দুস সাত্তারের পুত্র ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কানিয়াল সখির ঘাটে বালু উত্তোলনের জন্য প্রায় ৩০ টির মত বাংলা ড্রেজার রয়েছে। এসব ড্রেজার দিয়ে বালু উত্তোলনের জন্য মেশিন থেকে প্রায়ই ৩০/৪০ ফুট দূরে পাইপের সাহায্যে পানি থেকে বালু উত্তোলন করা হয়। সবুজ মিয়া প্রতিদিন তার নিজের ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিলেন।
শনিবার দুপুরে বালু উত্তোলন করার সময় ২০ ফুট উপর থেকে পাড় ভেঙে বালু চাপা পড়েন তিনি।
স্থানীয়রা দ্রুত ছুটে এসে বালু খুঁড়ে তাকে বের করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
এ ব্যাপারে দুর্গাপুর থানার তদন্ত ইন্সপেক্টর মীর মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। তবে থানায় একটি অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে ।