Thursday, December 5, 2024
মূলপাতানেত্রকোনার সংবাদদূর্গাপুর উপজেলানেত্রকোনার দূর্গাপুরে আদিবাসীদের পাশে কম্বল নিয়ে "রক্তদানে নেত্রকোনা"

নেত্রকোনার দূর্গাপুরে আদিবাসীদের পাশে কম্বল নিয়ে “রক্তদানে নেত্রকোনা”

নিজেস্ব প্রতিবেদক…

নেত্রকোনায় শীতে আদিবাসী সম্প্রদায়ের পাশে ২০০ অসহায় পরিবারকে কম্বল বিতরণ করেছে “রক্তদানে নেত্রকোনা” নামের একটি সেচ্ছাসেবী সংগঠন।

সংগঠনের স্বেচ্ছাসেবক শেখ অলি আহমেদ রনি জানান, নিজেদের ঐচ্ছিক চাঁদা,আত্মীয় স্বজন,বন্ধু-বান্ধব, পরিচিতজনদের এবং “বিকন বাংলাদেশ” ও “রাইজ আপ” এর সহায়তায় তারা এই কাজটি সম্পন্ন করেছেন।

তিনি আরো বলেন,আমরা ২০১৭ সালের পর থেকে রক্তদান কর্মসূচীর পাশাপাশি বিভিন্ন সময় বিভিন্ন প্রকার সামাজিক সেচ্ছাসেবী হিসেবে কাজ করে যাচ্ছি।
এ বছর শীতের শুরু থেকে আমরা ” বিকন-বাংলাদেশ,”সংযোগ-কানেক্টিং পিপলস” এর আর্থিক সহায়তায় এ পর্যন্ত বারহাট্টা ও কলমাকান্দা সহ ৪৫০ টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি।

এইবার আমরা নিজেদের আর্থিক সহায়তাসহ বিকন-বাংলাদেশ ও রাইজ আপ এর সহায়তায় ২০০ পরিবারের মধ্যে এই কম্বল বিতরণ করছি।

সেচ্ছাসেবী এম.এইচ.জনি জানান, গত ৮ মাস যাবৎ করোনার শুরু থেকে আমরা বিকন-বাংলাদেশ এর সাথে তাদের সহযোগিতায় কাজ করছি। বিকন-বাংলাদেশের ফাউন্ডার জনাব আশফাক কবিরের উৎসাহে আমরা এই যৌথ প্রজেক্টটি করার অনুপ্রেরণা পাই।

এর পূর্বে আমরা গ্রামে গ্রামে গিয়ে হত দরিদ্রদের তালিকা সংগ্রহ করি।

স্থানীয় শান্তা হাজং(৪০) বলেন এই শীতে আমাদের পাহাড়ি সীমান্ত এলাকায় প্রচুর উত্তরের হাওয়া আসে এতে প্রচুর ঠান্ডা লাগে তাই এই কম্বল পাওয়ায় আমরা অনেক খুশি।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments