নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার একটি হাওর থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়া হাওর থেকে লাশটি উদ্ধার করে মোহনগঞ্জ থানার পুলিশ।
পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে নেত্রকোনা জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ তথ্য নিশ্চিত করে মোহনগঞ্জ থানার ওসি দেলোয়ার হোসেন জানান, লাশের পরিচয় শনাক্ত করা যায় নি।
আজ দুপুরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
তবে লাশের মুখে কাপড় দিয়ে আগুনে পুড়া দেখা গেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান। কেউ পুড়েছে নাকি নিজে নিজে পুড়েছে তা এখুনি বলা যাচ্ছে না। তবে পুলিশ দ্রুতই এর রহস্য উদঘাটন করবে বলেও জানান তিনি।