নেত্রকোনার কংশ নদীতে ভেসে আসা এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে নেত্রকোনা মডেল থানার পুলিশ।আজ বুধবার দুপুরে খবর পেয়ে নেত্রকোনা সদর উপজেলার মেদনী ইউনিয়নের মুক্তির বাজার এলাকার শাহপুর ঘাট থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। তবে পরিচয় জানা যায়নি।
এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার ওসি মো. তাজুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকাবাসী জানায় কংশ নদী দিয়ে ভেসে আসা অজ্ঞাত এক নারীর লাশ শাহপুর ঘাটে তারা দেখতে পান।
পরে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে সেখানে। আমি নিজেও যাচ্ছি। আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর বয়সের হতে পারে ভেসে আসা ওই নারী।
পরিচয় জানার জন্য চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।