আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা বলয়ে নানা কর্মসূচীর মধ্য দিয়ে নেত্রকোনায় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার দিবসটি উপলক্ষে সকাল সকালে শহরের মোক্তারপাড়া মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান। পরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপির পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ শেষে পুলিশ বিভাগের প্রধান পুলিশ সুপার মো. আকবর আলী মুনসীর নেতৃত্বে পুলিশের উর্ধতনরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
সাবেক কমান্ডার নুরুল আমিনের নেতৃত্বে মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, পৌর মেয়র মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খানের নেতৃত্বে পৌরসভা ও জেলা আওয়ামী লীগসহ সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়াও ছোট বাজার জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল সাড়ে ১০টায় পাবলিক হলে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।