নেত্রকোনায় নতুন করে ৩৭ জন শনাক্তের মধ্যে ১৭ জন পুরুষ ও ২০ জন নারী। ময়মনসিংহ ল্যাবে ১৩৫ টি নমুনা পরীক্ষায় ১১ জন শনাক্ত।
জেলায় Gene-Xpert Covid-19 Test টেষ্ট করা হয়েছে ৬ জনের। তার মধ্যে শনাক্ত ২ জন। জেলায় COVID-19 Rapid Antigen Test টেষ্ট করা হয়েছে ১২৭ জনের। তার মধ্যে শনাক্ত ২৪ জন।
শনাক্তদের মধ্যে সদরে ১৩, পুর্বধলায় ৪, খালিয়াজুরীতে ১, আটপাড়ায় ৫, মদনে ১, কেন্দুয়ায় ৬, দুর্গাপুরে ৬ ও কলমাকান্দায় ১ জন।
এ পর্যন্ত পরীক্ষাগারে মোট ২৭৫৯৪ টি নমুনা পরীক্ষার মধ্যে ২৭২৫৪ টির রির্পোট পাওয়া গেছে। জেলায় শনাক্ত সর্বমোট ৪০৫৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২২৭০ জন। এপর্যন্ত মৃত্যু- ১০১ জন।