নেত্রকোনার দুর্গাপুরে ঘরের মেঝেতে মাটি কুড়ে গাঁজা উদ্ধার করেছে ডিবির পুলিশ। এসময় আ. হাই (৫৮) নামে এক ব্যবসায়ীকে আটক করে নিয়ে আসে। পরে বুধবার দুপুরে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পুর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।
ডিবির ওসি খন্দকার শাকের আহমেদ জানান, গোপন সংবাদের খবরে আমরা দুর্গাপুর উপজেলার চন্ডীগড় ইউনিয়নের নোয়াগাও গ্রামে অভিযান পরিচালনা করি মঙ্গলবার গভীর রাতে। সেখানে ব্যাবসায়ী আ. হাইয়ের নিজ ঘরের মেঝে থেকে মাটি কুড়ে দুই কেজি গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়। এই লোক এখানে দীর্ঘদিন ধরে গাঁজার ব্যবসা করে আসছিলো।