নেত্রকোনায় চলছে কঠোর লকডাউন। ঈদুল আজহার পরপরই হওয়ায় সাধারণ মানুষের চলাচল শহরে কিছুটা কমই পরিলক্ষিত হচ্ছে।
শনিবার সকাল থেকেই নেত্রকোনা শহরের প্রধান সড়কে চলছে না তেমন যানবাহন। একেবারে জরুরি প্রয়োজন যাদের তারাই বের হচ্ছেন।
কিছু কিছু মানুষ নানা অযুহাতে বের হলেও পড়ছেন পুলিশের সামনে। পুলিশ অত্যন্ত সতর্কতার সহিত বুঝিয়ে ফিরিয়েও দিচ্ছেন যারা সঠিক কারণ দেখাতে পারছেন না তাদেরকে।
পাশাপাশি সকাল থেকেই শহরের বিভিন্ন মোড়ে মোড়ে পৌরসভার এক একজন কাউন্সিলরের নেতৃত্বে স্বেচ্ছাসেবকরা সচেতনতা কার্যক্রম চালিয়েছে। রয়েছে প্রশাসনের টহল। ভ্রাম্যমাণ আদালত সহ নির্বাহী ম্যাজিস্ট্রেটগন রয়েছেন তৎপর।
জরুরি প্রয়োজন ছাড়া যারা বাইরে বের হচ্ছে তাদেরকে ফিরিয়ে দেয়া হচ্ছে। শহরের তেরিবাজার, আখড়ার মোড়, বারহাট্টা রোডসহ পুরো শহরকে ১৩ টি পয়েন্টে ভাগ করে সমন্বিত অবস্থান নিয়েছে প্রশাসন ।